Header Ads

আর্টিকেল-সমালোচনাকে জয় কর

সমালোচনাকে জয় কর

যোগ্য ব্যক্তিরা সমালোচিত হয়, অযোগ্য ব্যক্তিরা সমালোচনা করে। বিল গেটস যখন আলোচনায় আসে, বিলকিস তখন সমালোচনা করে। ফাইনালি বিল গেটসই ওয়ার্ল্ড হিরো, বিলকিসকে কেউ চিনেই না।
ব্যর্থরা সবসময় কাজ ফেলে ভাগ্যের দিকে চেয়ে থাকে, অথচ তারা এটা জানেনা ভাগ্য উল্টো তার কাজের দিকে চেয়ে আছে। এজন্যই ব্যর্থ ব্যক্তিরা আজীবন ভাগ্যকে দোষারোপ করে আর সফল ব্যক্তিরা আজীবন নিজ হাতে ভাগ্য গড়ে।
গাছ জন্মালে তার আশেপাশে আগাছা জন্মাবেই। আগাছার পাশে কখনো গাছ জন্মায় না বরং গাছের নিচেই আগাছা জন্মায়। এজন্যই যারা বড় কিছু করতে চায়, সফল হতে চায়, কষ্টকে ঝেড়ে ফেলে, দুঃখকে পায়ে ঠেলে, ব্যর্থতাকে পেছনে ফেলে সামনে এগোতে চায়; নেগেটিভ লোকরা, হিংসুটে ব্যক্তিরা তাদের সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শচীন টেন্ডুলকারের আউট হওয়া নিয়ে গ্যালারিতে বসে সহজেই সমালোচনা করা যায়; কিন্তু ফাইনালি ছক্কা মেরে ব্যাট উঁচিয়ে শচীনের মত আবার চ্যাম্পিয়ন হওয়া যায় না। নেগেটিভ লোকগুলো হলো আগাছার মত। আপনার পাশে যত বেশি আগাছা, ধরে নিবেন আপনি তত বড় সফল গাছ। 

No comments

Powered by Blogger.